মহাসড়কে বীরদর্পে চলছে রিকশা ও অটোরিকশা, বেশিরভাগ চলছে উল্টো পথে, এ কারণে হেমায়েতপুর থেকে চন্দ্রা পর্যন্ত মাত্র এক লেনে চলতে হচ্ছে বাসগুলোকে। কিছু বাস রাস্তায় যাত্রী ডেকে ডেকে তুলছে। গাড়ির শিডিউল ভেঙে পড়ায় রাস্তার মোড়ে মোড়ে যাত্রীদের ঢল। চন্দ্রায় হাজার হাজার যাত্রীর ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।