বর্ষা ঋতু যাবার আগে দিগন্তে চলছে মেঘ, বৃষ্টি, ছায়ার খেলা। ছায়া ঘনাইছে বনে বনে, প্রকৃতিতে। প্রকৃতি ও নিসর্গের অনন্য বর্ণনা উদ্ভাসিত গানে। কথা ও সুরের ধারায় অনিন্দ্য প্রকৃতির বর্ণবিভা ফুটেছে চিরায়ত বাঙলায়। বাঙালি হৃদয়ে লেগেছে আলো, ছায়া ও বর্ষণের দোলা।