পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে এ উপহার তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে এক হাজার টাকা করে প্রদান করা হয়। সরকারিভাবে এমন সহায়তায় খুশি এসব মানুষগুলো।