চুয়াডাঙ্গা-মেহেরপুরের একমাত্র সংযোগ সড়ক মাথাভাঙ্গা ব্রিজে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারী যাত্রীদের। ব্রিজটিতে দ্বিতীয়বারের মতো ফাটল দেখা দেওয়ায় গত ১১ জুন এই নিষেধাজ্ঞা আরোপ করে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।