অসাম্প্রদায়িক চেতনার কবি ও আত্মসন্ধানী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৪৭তম মৃত্যুবার্ষিকী ৩১ জুলাই। ১৮৯৪ সালের ২৫ এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে তিনি জন্ম নেন, ১৯৭২ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর তিনি সংসারত্যাগী হন এবং নিজের মধ্যে স্রষ্টাকে খুঁজতে গিয়ে পীর-ফকিরের সান্নিধ্য লাভ করেন তিনি।