সমালোচনার মুখে দুই কর্মকর্তার উইন্ডিজ সফর বাতিল
সমালোচনার মুখে অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার সরকারী খরচে ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার তাদের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। সরকারী খরচে তাদের বিদেশ যাওয়ার সুফল জানতে চেয়ে ব্যাপক সমালোচনা হয় এ সিদ্ধান্তের।
বাংলাদেশ জাতীয় নারী দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে। সেখানে সরকারী খরচে দুই কর্মকর্তারও যাওয়ার কথা ছিলো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় এ সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হওয়ায় শেষপর্যন্ত তা বাতিল করেছে মন্ত্রণালয়।
জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ডকুমেন্টশন অফিসার রুহুল আমিন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদ ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিলো। তাদের সফর ব্যয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বহন করার শর্তে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সেখানে অবস্থান করার কথা ছিল।
সফরকারী দলের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের বিদেশ সফর নতুন কিছু নয়। তবে গত এক দশকেরও বেশি সময় ক্রিকেট দলের সঙ্গে এনএসসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফর করতে পারেননি।
ফারুক আহমেদ এনএসসি কোটায় পরিচালক হয়ে বিসিবি সভাপতির চেয়ারে বসার পর থেকেই বিসিবির উপর প্রকৃত প্রভাব বাড়ছে জাতীয় ক্রীড়া পরিষদের। যা বিগত সময়ে করতে পারেনি।
রাজনৈতিক পালাবদলের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই প্যারা অলিম্পিকে বহরে থাকা কর্মকর্তাদের নাম বাতিল করেন। এবার তার দায়িত্বকালীন সময়েই আরেকটি সফর আদেশ ইস্যু হওয়ার পর বাতিল হলো।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সেন্ট কিটসে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল । একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে জ্যোতিরা।