সুন্দরবন ও পশুর নদী রক্ষায় ২৯ জুলাই মানববন্ধন করেন বাগেরহাটের মোংলা উপজেলার মানুষ। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি তিনটি সংগঠন। পশুর নদীতে দূষণ ঠেকাতে এবং সুন্দরবন রক্ষায় বাফার জোন ঘোষণার দাবি জানান বক্তারা। পরে শোভাযাত্রা বের করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।