চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে জাকির হোসেনের হাঁসের খামার। মাত্র ১৫০০ টাকার পুঁজি দিয়ে ২০০২ সালে ১২৬টি হাঁস নিয়ে শুরু করেছিলেন এই খামার। ১৭ বছর পর সেই খামারে এখন ১০ হাজারেরও বেশি হাঁস রয়েছে। প্রতিদিন আট হাজারেরও বেশি ডিম দেয় হাঁসগুলো।