মাছুম কামালের একগুচ্ছ কবিতা

  • মাছুম কামাল
  • |
  • Font increase
  • Font Decrease

জাড়

উপনীত ব্যথামালা জারি থাকুক,
আজ কেউ কাঁদবে না আর গুমরে গুমরে—
সব ফাঁকা হয়ে গেছে দুনিয়ার কিনার থেকে,
মুছে গেছে সব শব্দ, সকল ডিটেইল
তবু একফালি ঝকঝকে আকাশ শামিয়ানা টানিয়ে
রেখেছে মাথার উপর, আর তার ফাঁকফোকর গলে আসা
তীব্র রোদের ছটায় আমার কেবলই জাড় লাগছে।

বিজ্ঞাপন

মানুষকে সুযোগ দিয়ে দেখেছি

মানুষকে সুযোগ দিয়েছি, তারা উপর্যুপরি পেছন থেকে ছুরি মেরে চলে গেছে,
সুযোগ দিয়েছি পাখিদের, গানের বদলে তারা কর্কশ ভাষায় ধমকে দিয়েছে
অন্তত একবার আমার ধারণা ভুল প্রমাণ করার জন্য অবশেষে
সুযোগ দিয়ে দেখেছি পিঁপড়েদের,
কামড়াতে অসমর্থ হয়ে তারা ঢুকে গেছে কানের ভেতর।

শিল্পের পুচ্ছ আঠাশ বাজির আগুনে পোড়াবো

সংকোচ দেবে গেলে ভাবছি হাঁটব দু’কদম আরো
কোথাও এসব মুছে ফেলে যাব, একই ইচ্ছে তারও
শিল্পের পুচ্ছ আঠাশ বাজির আগুনে পোড়াব
কিংবা ধরি নিজের আগুনই নেভাব;

ভবিষ্যত ক্রিয়ায় বেঁচে থাকি, একাকী
একটা রেড়ির তেলের সলতে জ্বলে টিমটিমে আলো
দুঃখ ধরা, হায় বসুন্ধরা, ভাবি তাও একাই আছি ভালো

মুছে গেছে সময়মত রেনেসাঁ যুগ, লক্ষণ সেনের ভীত নয়ন
ইতিহাস গ্রাস করে নেয় সকল পরাগায়ন
জেনেও পাখি জন্মে, ফোটে আন্দোলিত ফুল, জন্মে জয়তুন,
অপরাধবোধ কেটে গেলে মানুষের ভেতর পুনরায় জন্মায়—
উন্মাদনা, আশ্রয় এবং তুমুল আনন্দময় মৈথুন।

কিছুকাল চুপ থাকো

কিছুকাল চুপ থাকো সরব পিয়ানো
কিছুকাল চুপ থাকো
পাখির শিষ, মেনথলের নির্যাস-ভর্তি কুয়াশা নীরবে মাখো

কিছুকাল থেমে থাকো আলাপি সময়
কিছুকাল একা থাকো
ক্যানভাসে কাটাকুটি হয় ভীষণ একটা শূন্যতার ছবি আঁকো

কিছুকাল গতিবিধি আরো নীরব করো
হারিয়ে যাও অল্পদূর
অহেতুক চুপ থাকো আরো কিছুকাল,
হয়ে যাও কিংকর্তব্যবিমূঢ়।

তোমাকে টেনে নামাব

তোমাকে টেনে নামাব আমি সিংহাসন থেকে
ধূলিস্মাৎ করব অন্তর্বাসভেদী মিনার,
প্রচুর টানাহেঁচড়া করব
বাছুরের মতো অধৈর্য নিয়ে স্তন চুষে খাব তোমার;
চাবুকের শাসনে খুলে নেব আঙরাখার ভেতর ইষৎ ডুবন্ত ফল
অত্যাচারী মহাজনের মতো পইপই করে বুঝে নেব সকল পাওনা
ডুবে যাবে তোমারই গহীন উষ্ণ-অতল।

অলঙ্করণ শতাব্দী জাহিদ