ভ্রমণ সাহিত্যের পত্রিকা ‘ভ্রমণগদ্য’ প্রকাশ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথিরা, ছবি: সংগৃহীত

প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথিরা, ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে ‘ভ্রমণগদ্য’ নামে একটি ভ্রমণ সাহিত্যের কাগজ। এর সম্পাদক ভ্রমণলেখক-সাংবাদিক মাহমুদ হাফিজ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বনানীর ট্রাই স্পেসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ভ্রমণভিত্তিক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এতে দেশের প্রথিতযশা ভ্রমণলেখক, কথাসাহিত্যিক ও কবিদের অনেকে উপস্থিত ছিলেন। পত্রিকাটি তিন মাস অন্তর প্রকাশ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের এর সভাপতিত্বে ঘরোয়া প্রকাশনা আয়োজনে পত্রিকাটির লেখা ও অঙ্গসজ্জাসহ নানা বিষয়ে আলোচনা করেন ভ্রমণলেখক ফারুক মঈন উদ্দীন, সাংবাদিক-কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা, ভ্রমণলেখক-স্থপতি শাকুর মজিদ, কবি মারুফুল ইসলাম, অন্যপ্রকাশের কর্ণধার মাযহারুল ইসলাম, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক-লেখক মুস্তাফিজ শফি, কবি-ভ্রমণলেখক কামরুল হাসান, অন্যপ্রকাশের সিরাজুল কবির কমল, লোক সম্পাদক কবি অনিকেত শামীম, লেখক-সাংবাদিক পলাশ মাহবুব প্রমুখ।

পত্রিকাটির প্রথমসংখ্যায় প্রকাশিত হয়েছে ভারত-বাংলাদেশের প্রথিতযশা ভ্রমণলেখকদের ভ্রমণ রচনা। লেখকদের মধ্যে রয়েছেন শাকুর মজিদ, মঈনুস সুলতান, ফারুক মঈন উদ্দীন, মাহমুদ হাফিজ, কামরুল হাসান, আফরোজা পারভীন, কাওসার রহমান, মোহাম্মদ এতহেশামুল হক এবং কলকাতার অনন্যা পাল।

প্রকাশনাটি ঢাকার শাহবাগ-কাটাবন এবং জেলাপর্যায়ের অভিজাত বইবিপণীতে পাওয়া যাবে।