জাতীয় সাংস্কৃতিক পার্টির মহানগর কমিটি অনুমোদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জহিরুল ইসলাম মিন্টুকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রিপনকে সদস্য সচিব করে জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তরের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. নাজমুল খানের সুপারিশক্রমে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন এএকেএম দেলোয়ার হোসেন (আশিক খান), জেসমিন কামাল, তামান্না হক।

সদস্য করা হয়েছে- মো. সাজিউল ইসলাম রকি, এসআই শফিক, অ্যাডভোকেট আইরিন পারভীন মনিশা, আবুল কালাম আজাদ, রেনু খান, আমির হোসেন খান, সাইফুল্লা জামান চৌধুরী, লেহাজ উদ্দিন, শাহজাহাল সরকার, সোনিয়া সরকার, আবুল দেওয়ান, শাহারিয়া সরকার, সাদ্দামুল ইসলাম ড্যানি, শেখ মামুন, আরিফ আহম্মেদ, ফুল বক্স, আব্দুস ছামাদ, গিয়াস উদ্দিন, আব্দুল হাদী।

বিজ্ঞাপন

এছাড়া আরও আছেন- সামছুন্নাহার বেগম, নিলুফা ইয়াসমিন নিলা, ডা. খলিলুর রহমান, মাসুদুর রহমান, মো. লিটন, মাফাতুল্লাহ, জনি আকন্দ, মামুন হোসেন, সুজন সাধক, আনিসুর রহমান, শাহিনুর আলম, আমিনুল ইসলাম, মোঃ স্বপন, কিসমত আলী, রোকেয়া কেয়া, শ্রীমতি লক্ষ্মী রানী রায়, ইয়াসমিন সুলতানা রকু, মোঃ কামাল হাসেন, শিশির হোসেন, আরিফ হোসেন, সবুজ সরকার, অনামিকা ভট্টাচার্য, হেলাল উদ্দিন, সৈয়কত মাহমুদ, সোনিয়া আক্তার, নুরুল ইসলাম, ধনিরাম বাবু।