ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি ড. কামালের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. কামাল হোসেন, পুরনো ছবি

ড. কামাল হোসেন, পুরনো ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার কারণে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (২৪ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৩ জুন) ১১টা ৪৫ মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ দলের সকল নেতাকর্মী মর্মাহত হয়েছেন।

এতে ড. কামাল হোসেন বলেন, ‘হতাহতদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার সঠিক কারণ বের করতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

গণফোরামের পক্ষ থেকে দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরগ্য কামনা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ড. কামাল।

আরও পড়ুন: উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৮, আহত শতাধিক

উল্লেখ্য, রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের ৬টি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় নিহত হয় আটজন আর আহত হয় অন্তত আরও শতাধিক। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।