বাজেট ২০১৯-২০

চ্যালেঞ্জিং বাজেট: জাকের পার্টি চেয়ারম্যান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাকের পার্টি চেয়ারম্যান, ছবি: সংগৃহীত

জাকের পার্টি চেয়ারম্যান, ছবি: সংগৃহীত

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী প্রস্তাবিত জাতীয় বাজেটকে চ্যালেঞ্জিং বাজেট হিসেবে অভিহিত করে বলেছেন, দেশের ইতিহাসে সবচাইতে বড় আকারের এই বাজেটে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট পরবর্তী এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ যা আশা জাগানিয়া। বিশাল বাজেটে ব্যয় প্রাক্কলনে আয়ের হিসাবে রাজস্ব খাতে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়নে শুরু থেকেই সরকারকে সতর্ক ও অধিকতর সক্রিয় হতে হবে। বাজেটের বিশাল ঘাটতি অর্থায়নের উৎস সম্পর্কে যে প্রস্তাব করা হয়েছে তার যথাযথ বাস্তবায়নেও শুরু থেকেই ইতিবাচক থাকতে হবে।

সামষ্টিক অর্থনীতিতে মসৃণতা ফিরিয়ে আনা, ব্যাংক খাতের সংস্কার, বৈদেশিক বিনিয়োগের ঘাটতি পূরণ, ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণ ও খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতের উন্নয়নে ব্যাপক কাজ করতে হবে।

বিজ্ঞাপন

জাকের পার্টি চেয়ারম্যান সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সম্প্রসারণ, প্রবাসীদের বিমার আওতায় আনার প্রস্তাবে প্রশংসা করেন। পাশাপাশি করদাতাদের সংখ্যা এক কোটিতে উন্নীতকরণের স্পর্শকাতর উদ্যোগ এবং পুনর্বিন্যস্ত ভ্যাট কাঠামোর স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানান।

মোস্তফা আমীর ফয়সল আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট দেশকে এগিয়ে নেওয়ায় ব্যাপারে সকলের আশা জাগাবে।