অসন্তোষ দূর করতে বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় ঐক্যফ্রন্টের লোগো

জাতীয় ঐক্যফ্রন্টের লোগো

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতাদের মধ্যকার অসন্তোষ দূর করে জোটকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সোমবার বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের নেতারা।

রোববার (০৯ জুন) গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বার্তা২৪.কমকে বৈঠকের খবর নিশ্চিত করেন। তিনি জানান, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঐক্যফ্রন্টের একটি সূত্রে জানা গেছে, রুদ্ধদ্বার বৈঠক হবে, সেখানে শুধু জোটের শীর্ষ নেতারাই উপস্থিত থাকবেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের সদস্যরা ও পরে বিএনপির বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেওয়ায় জোটের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এক মাসের সময় দিয়ে জোট ছাড়ার ঘোষণা দেন। গত ৯ মে কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন।

কাদের সিদ্দিকী বলেছিলেন, ওইসব অসঙ্গতি ও কিছু প্রশ্নের উত্তর আগামী এক মাসের মধ্যে সুরাহা না হলে ৮ জুন ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাবে কৃষক শ্রমিক জনতা লীগ। সেই আল্টিমেটামের সময় আরও দুই দিন বাড়িয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় ঐক্যফ্রন্টের সোমবারের বৈঠকের পর তিনি তার সিদ্ধান্ত জানাবেন।