বিএনপি থেকে বহিষ্কার জাহিদুর রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দল থেকে বহিষ্কার জাহিদুর রহমান, ছবি: সংগৃহীত

দল থেকে বহিষ্কার জাহিদুর রহমান, ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

BNP TAREQ RAHMAN

তিনি সাংবাদিকদের বলেন, 'আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। কিন্তু এই সিদ্ধান্ত লঙ্ঘন ও সেটা এড়িয়ে শপথ নেওয়ায় আমাদের দলের ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমানকে সর্বসম্মতিক্রমে প্রাথমিক সদস্য পদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হলো।' 

এর আগে সন্ধ্যা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। রাত ৮টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে বিএনপি নেতা জাহিদুর রহমানকে শপথ পাঠ করান।

আরও পড়ুন: জাহিদের শপথগ্রহণ নিয়ে ঠাকুরগাঁওয়ে মিশ্র প্রতিক্রিয়া

আরও পড়ুন: শপথ নেওয়ায় বহিষ্কার হবেন জাহিদুর, বলছে বিএনপি

আরও পড়ুন: ‘মানুষের চাপে দলীয় সিদ্ধান্তের বাইরেই শপথ নিয়েছি’

আরও পড়ুন: জাহিদুরের শপথগ্রহণ: ধরা দিল ২৭ বছরের স্বপ্ন