‘সাত বছরেও ফেরেনি ইলিয়াস আলী’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিবাদ সভা করেছে এম ইলিয়াস আলী মু‌ক্তি ছাত্র সংগ্রাম প‌রিষ‌দ / ছবি: বার্তা২৪

প্রতিবাদ সভা করেছে এম ইলিয়াস আলী মু‌ক্তি ছাত্র সংগ্রাম প‌রিষ‌দ / ছবি: বার্তা২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দ‌লের আহ্বায়ক শামসুজ্জাম‌ান দুদু বলেছেন, ‘নিখোঁজের পর তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিল। প্রধানমন্ত্রী তাদের বলেছিলেন শিগগিরই ইলিয়াস আলী বাসায় ফিরে যাবে। কিন্তু দীর্ঘ সাত বছর ধরে নিখোঁজ হলেও এখনো ফেরেনি।’

বুধবার (১৭ এ‌প্রিল) দুপুরে ঢাকা রি‌পোটার্স ইউ‌নি‌টির (ডিআরইউ) সাগর রুনী মিলনায়ত‌নে খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধা‌নের দা‌বি‌তে এক প্র‌তিবাদ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। এম ইলিয়াস আলী মু‌ক্তি ছাত্র সংগ্রাম প‌রিষ‌দ এ প্রতিবাদ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে শামসুজ্জামান দুদু বলেন, ‘ইলিয়াস আলীকে পাঠিয়ে দেন আমরা কিছু মনে করব না। কারণ তার পরিবার তো তাকে পাবে। আমরা সহকর্মী পাব। আর যদি না দেন, আপনাকে হুমকি দিচ্ছি না, তবে পরিস্থিতি সবসময় এরকম থাকবে না। ইসলাম য‌দি পৃথিবীর শান্তি প্রিয় ধর্ম হয়ে থাকে, পৃথিবীর মুক্তির সনদ হয়ে থাকে, তাহলে অন্যায়কারী হিসেবে, নির্যাতনকারী হিসাবে, গুমকারী হিসেবে পতন আপনার হবেই।’

ছাত্র নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্ররা তোমাদের জায়গা থেকে তোমরা আন্দোলন করো। যুবকরা তোমাদের জায়গা থেকে তোমরা আন্দোলন করো। তোমরা হতাশ হইয়ো না। দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে।’

প্র‌তিবাদ সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আমাউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকেই।