খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, ছবি: বার্তা২৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, ছবি: বার্তা২৪

দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৭ এপ্রিল গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'আগামী ৭ এপ্রিল অনুমতি সাপেক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। গণঅনশন কর্মসূচির জন্য রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুমতি চেয়েছি। আশা করি অনুমতি পাব।'

দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, 'আগামীকাল বুধবার (৩ এপ্রিল) সারাদেশে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল করবে বিএনপি।'

তিনি বলেন, 'চরম অসুস্থ অবস্থান মধ্য কারারুদ্ধ ছিলেন খালেদা জিয়া, সেই অবস্থায় তাকে গতকাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে তিনি স্বস্তি বোধ করেননি। তাকে হুইল চেয়ারে করে হাসপাতালে এনেছেন। তিনি দাঁড়াতে পারেননি। আমরা নিজে দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। তিনি খেতে পারছেন না। কারাগারে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আমরা স্থায়ী কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে বলেছি, তার পছন্দ অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হোক। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে পিজিতে নিয়ে এসেছে। প্রমাণিত হয়ে গেছে তিনি অত্যন্ত অসুস্থ।'

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার রক্ত পরীক্ষা করা হয়েছে, সেখানে দেখা গেছে প্রতিটি পরীক্ষা তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাকে অবশ্যই মুক্ত করতে হবে। এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও এক নায়ক সরকারকে সরাতে হলে একটি মাত্র পথ। খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা।'

বিএনপির মহাসচিব বলেন, 'আল্লাহ কাছে দোয়া করি খালেদা জিয়াকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। যেন তার নেতৃত্বে আন্দোলন সফল করতে পারি। দেশবাসীর কাছে দোয়া চাই, তার রোগ মুক্তির জন্য।'

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।