সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের মোকাব্বির

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ বাক্য পাঠ করছেন মোকাব্বির হোসেন খান/ ছবি: বার্তা২৪

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ বাক্য পাঠ করছেন মোকাব্বির হোসেন খান/ ছবি: বার্তা২৪

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। অবশেষে মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ কার্যালয়ে তিনি শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ মার্চ শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অর্থাৎ ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান গণফোরামের এই সদস্য। দলীয় চাপের মুখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে ওই দিন অর্থাৎ ৭ মার্চ শপথ নেন তার সহকর্মী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।

এর মধ্যে দিয়ে একাদশ সংসদের ২৯৪ জন সদস্য শপথ গ্রহণ সম্পন্ন করলেন। বাকি শুধু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য শপথের বাইরে রইলেন।