সরকারকে বিদায় করতে সব করা হবে: দুদু

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শামসুজ্জামান দুদু, ছবি: সংগৃহীত

শামসুজ্জামান দুদু, ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, 'আমি দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট আগামী দিনে এই সরকারকে বিদায় ঘটানোর জন্য যা যা করার দরকার তার সবকিছুই করবে।'

রোববার (৩১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, 'আজকে এই সভা ও দোয়া মাহফিলে আপনাদেরকে আমি শুধু এই অনুরোধ টুকু করবো, আসুন আমরা বেগম জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসে আসি। রাস্তায় নামা ছাড়া এই জালিমের হাত থেকে রেহায় পাওয়ার আর কোন দ্বিতীয় পথ নেই।'

ওলামা দলের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাও. নেছারুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।