সরকারের উদাসীনতায় সড়ক দুর্ঘটনা বেড়েছে: ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. কামাল, ছবি: বার্তা২৪

ড. কামাল, ছবি: বার্তা২৪

সরকার ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মানুষের অপমৃত্যু হচ্ছে। ৯ মাস পূর্বে নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ছাত্ররা আন্দোলন করে বেশকিছু দাবি উত্থাপন করেছিল। মৌখিক কিছু দাবি মানাও হয়েছিল।

‘ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে তার সহপাঠীসহ সাধারণ ছাত্ররা আবারও রাজপথে আন্দোলনে নেমেছে। এটা সড়ক অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ক্ষোভ বলে জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু নিহত শিক্ষার্থী আবরারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ঐ বিবৃতিতে।