অন্তর্বর্তী সরকার ঢিলেঢালাভাবে কাজ করছে: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ঢিলেঢালাভাবে কাজ করে যাচ্ছে। এভাবে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর নবাবীমোড় এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ কষ্টে আছে। তাই অন্তর্বর্তী সরকারকে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ভারত ও শেখ হাসিনা মিলে দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে দাবি করে রিজভী অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এবার পূজাতে কোনো ধরনের নাশকতা হয়নি তারপরও ভারত এ নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও পূজামণ্ডপ পাহারা দিয়েছে।