ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় এরশাদের শোক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ/ ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ/ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার (১৫ মার্চ) এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এরশাদ। সেই সঙ্গে ইতিহাসের বর্বর এই হামলার তীব্র প্রতিবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

শোকবার্তায় এরশাদ নিউজিল্যান্ডে অবস্থানরত বালাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপদে দেশে ফিরে আসা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। 

পৃথক বার্তায় শোক ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।