সিরিয়া, ভেনেজুয়েলা থেকে আমেরিকাকে সরে যেতে হবে: মেনন

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিম জং এর ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মেনন, ছবি: বার্তা২৪

কিম জং এর ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মেনন, ছবি: বার্তা২৪

সিরিয়া ও ভেনেজুয়েলা থেকে আমেরিকাকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, 'সিরিয়া ও ভেনেজুয়েলা থেকে আমেরিকাকে সরে আসতে হবে। সে সব দেশগুলোতে মার্কিনীদের আগ্রাসন থেকে মুক্ত করে দিতে হবে।'

বিজ্ঞাপন

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে উত্তর কোরিয়ার সমাজতন্ত্রের প্রবক্তা কিম জং এর ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মেনন বলেন, 'দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর যখন সারা পৃথিবীতে সমাজতন্ত্রের পতন ঘটছিল, ঠিক তখনই উত্তর কোরিয়ার অন্যতম নেতা কিম জং তার বলিষ্ঠ নেতৃত্বে ওপর কোরিয়ায় সমাজতন্ত্রকে ধরে রেখেছিল। সেই জন্য আজও জাতি তাকে সাইনিং স্টার বলে আখ্যায়িত করছে।'

উত্তর কোরিয়ার বর্তমান রাষ্ট্রপ্রধান কিম জং উনকে সফল রাষ্ট্রনায়ক উল্লেখ করে তিনি বলেন, 'কিম জং উন একজন সফল রাষ্ট্র নায়ক। ডোনাল্ড ট্রাম্প বলেছিল উত্তর কোরিয়াকে পিঁপড়ার মত গুড়িয়ে দিবে। কিন্তু তিনি তা পারেননি। পরবর্তীতে কিমের সাথে তাকে আলোচনায় বসতে হয়েছে।'

তিনি আরও যোগ করেন, আগামী ২৭ ফেব্রুয়ারি আবারও আলোচনা হবে। আমি আশা রাখবো এ আলোচনা ফলপ্রসূ হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উত্তর কোরিয়ান অ্যাম্বাসেডর পাকআসং ইউপ, জাতীয় পার্টির চেয়ারম্যান হারুন উর রশিদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব জেসুর সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবু সহ আরও অনেকে।