তথ্যভিত্তিক কাউন্সিল স্থাপনে গণফোরামের কর্মসূচি

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণফোরামের লোগো, ছবি: সংগৃহীত

গণফোরামের লোগো, ছবি: সংগৃহীত

গণফোরাম এর আসন্ন কাউন্সিলকে তথ্যভিত্তিকভাবে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষে মঙ্গলবার বিকাল চারটায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে তথ্য ও গণমাধ্যম উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচি গ্রহণ করা হয়। তবে কি ধরণের কর্মসূচি রয়েছে তা জানানো হয়নি। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটি আগামী ২৩ ও ২৪ মার্চ ৫ম জাতীয় কাউন্সিলের আয়োজন করবে।

সভায় উপস্থিত ছিলেন ৫ম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুব্রত চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জগলুল হায়দার আফ্রিক, লতিফুল বারী হামিম, এম শফিউর রহমান খান বাচ্চু, মো. মাসুম তালুকদার, সানজিদ রহমান শুভ প্রমুখ।