গণভবনের আমন্ত্রণপত্র পেলেন ঐক্যফ্রন্টের নেতারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ফেব্রুয়ারি বিকাল তিনটায় শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নিতে বলা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) রাতে জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা চিঠি পাওয়ার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/26/1548515997819.jpg

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'চিঠি পেয়েছি। আমারটা আমি পেয়েছি। শুভেচ্ছা ও চা চক্র। ঐ সংলাপে যারা গণভবনে গিয়েছিলেন তাদেরকে চিঠি দেয়া হয়েছে হয়তো। আমার ব্যক্তিগতভাবে অনাগ্রহ রয়েছে। কোন আগ্রহ পাচ্ছি না। কেননা, আগে সংলাপ করে কিছুই হলো না। সুতরাং, শুভেচ্ছা, পিঠা পুলি খাওয়ার আগ্রহ নেই।'

জাতীয় ঐক্যফ্রন্টের স্টেয়ারিং কমিটির সদস্য ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'গণভবন থেকে অফিসে চিঠি আসছে। চায়ের দাওয়াত। আমি দেখিনি এখনও। অফিস থেকে বলেছে চিঠি আসছে।' দাওয়াতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ড. কামাল হোসেন আগামীকাল চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন। তারপর মিটিং করে সিদ্ধান্ত জানাবো।'

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর বার্তা২৪.কমকে বলেন, 'আমি এই মুহূর্তে কিছু জানি না। আমি অসুস্থ। আমার সঙ্গে কারো কোন কথা হয়নি।'

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বার্তা২৪.কমকে বলেন, আমি শুনেছি কার্যালয়ে বেশকিছু চিঠি এসেছে। তাতে কার নাম আছে আমার জানা নেই। এ বিষয়ে মোস্তফা মহসীন মন্টু ও সুব্রত চৌধুরী বলতে পারবেন।