উপজেলায় জাপার এককভাবে লড়ার সম্ভাবনা বেশি: রাঙ্গা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মসিউর রহমান রাঙ্গাকে ফুল দিয়ে শুভেচ্ছা/ছবি: বার্তা২৪

মসিউর রহমান রাঙ্গাকে ফুল দিয়ে শুভেচ্ছা/ছবি: বার্তা২৪

 

জাতীয় পার্টি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সিরিয়াসলি নিতে চায়। তাই এককভাবে নির্বাচন করারর সম্ভাবনা অনেক বেশি বলে জানিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে জাপার বনানী কার্যালয়ে নীলফামারীর কিশোরগঞ্জ ও রাজশাহী মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

রাঙ্গা আরও বলেন, উপজেলা নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহাজোটগতভাবে নাকি এককভাবে নির্বাচন হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা নিয়ে মহাজোটের সঙ্গে আলোচনা হবে। তবে এককভাবে নির্বাচনের সম্ভাবনা অনেক বেশি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জাপা মহাসচিব বলেন, জাপা প্রকৃত বিরোধীদলের ভূমিকা পালন করবে। আমরা সংসদ সদস্যদের বলে দিয়েছি, সংসদের কার্যপ্রণালী বিধি ভালো করে আয়স্থ করবেন। যেনো তারা অধিবেশনে শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। আমরা সরকারের ভুলত্রুটিগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই। এর মাধ্যমে দ্বাদশ নির্বাচনে কাঙ্খিত ফল পাবে জাপা।

মসিউর রহমান রাঙ্গা বিরোধীদলের চিফ হুইপ নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানান কিশোরগঞ্জ উপজেলা যুবসংহতির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম মিন্টু, রাজশাহী মহানগরের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহ-সভাপতি ফেরদৌসি জোহা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিমসহ সিনিয়র নেতারা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান।