জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন রেজাউল ইসলাম

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া / ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া / ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) এরশাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজাউল ইসলাম ভুইয়ার বিগত দিনের দলীয় কার্যক্রমে ভূমিকার জন্য তাকে প্রেসিডিয়াম সদস্য করা হলো। এ নিয়োগ চলতি মাস জানুয়ারি থেকেই কার্যকর হবে।

বিজ্ঞাপন

রেজাউল ইসলাম জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে জাপার রাজনীতিতে প্রবেশ করেন। এরপর যুবসংহতি সর্বোচ্চ পদেও দায়িত্ব পালন করেন। অনেক উত্থান পতন হলেও কখনই জাপা ছেড়ে যাননি। সব সময় এরশাদের নেতৃত্বের প্রতি থেকেছেন অবিচল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/06/1546783548009.jpg

এদিকে এক মাসের ব্যবধানে তিনজনকে প্রেসিডিয়াম সদস্য করা হল জাতীয় পার্টিতে। রেজাউল ইসলাম ছাড়াও বাকি দুইজন হলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যার মোস্তাফিজার রহমান মোস্তফা, এক এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরী।