নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বান ঐক্যফ্রন্টের

  • শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী থেকে: নেতাকর্মীদের উদ্দেশ্য করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, ‘আপনারা শৃঙ্খলাবদ্ধ হোন। না হলে সারা বাংলাদেশ সুবর্ণচর হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে সব শেষ হয়ে যায়নি। আমরা আবার রুখে দাঁড়াবো, বোনের ধর্ষণ, ভাইয়ের ঘর পোড়ানোর প্রতিশোধ নেবো। ক্ষোভকে শক্তিতে পরিণত করুন।’

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে শনিবার (৫ জানুয়ারি) বিকালে এক মতবিনিময় সভায় ঐক্যফ্রন্টের নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে ঐক্যফ্রন্টের নেতারা সুবর্ণচরে গণধর্ষণের শিকার হওয়া পারুলকে দেখতে হাসপাতালে যান। খোঁজ-খবর নিয়ে পারুলের পাশে থাকার প্রতিশ্রুতি ও আর্থিক সহায়তা দেন তারা।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৩০ ডিসেম্বর সরকার আমাদের অধিকার কেড়ে নিলো। বাধা দিতে পারিনি। বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে বলেছি, জেগে উঠুন, আপনাদের অধিকার রক্ষা করুন। কেনো পারিনি আমরা? পারি নাই এই জন্যে যে, আমরা সুশৃঙ্খল নই।'

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘এই ধরনের কলঙ্কিত উলঙ্গ ভোট ডাকাতি নয়, মহা ডাকাতি। এরকম ভোট কোখাও হয়েছে কিনা আমার জানা নেই।’

সুবর্ণচরের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘মা-বোন-মেয়ে নিয়ে মান ইজ্জতের সাথে বেঁচে থাকবেন কিভাবে? একাত্তরে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এই হায়েনাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মান ইজ্জত নিয়ে কেউ বাচতে পারবেন না।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। আজকে আইন নেই, বিচার নেই, প্রশাসন নেই, পুলিশ নেই। সব দলীয় হয়ে গেছে। এদের হাত থেকে নিজেদের বাঁচাতে হলে প্রথম নিজেকে তৈরি করতে হবে। সকলে শৃঙ্খলাবদ্ধ হোন।’

সভা শেষে জেলার বেগমগঞ্জ থানার মুরাদপুর গ্রামে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শাহীনের পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি দেখতে যান নেতারা। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে আর্থিক সহযোগিতা করেন নেতারা। ভোটের দিন সকালে জাহাঙ্গীরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।