সিলেটে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী গ্রেফতার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলনে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ছবি: বার্তা২৪

সিলেটের দুটি সংসদীয় আসনে গত এক সপ্তাহে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ও দিলদার হোসেন সেলিম।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে তারা এই অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, 'পুলিশ অরাজকতা সৃষ্টি করেছে। দলীয় কর্মীরা যা করছে না পুলিশ তেমন আচরণ করছে।'

গত কয়দিনে তিন উপজেলায় ১৫টির বেশি মামলা ও দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন শফি আহমদ চৌধুরী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী প্রিজাইডিং অফিসারদের নিয়ে মিটিং করে তাদের নগদ অর্থ তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/28/1545995482693.gif

অন্যদিকে একই সময়ে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম একই অভিযোগ করেন।

তিনি বলেন, 'নির্বাচনী এলাকায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। প্রধান নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ ভোটারদের কেন্দ্রে না আসার জন্য হুমকি-ধামকি দেয়া হচ্ছে।'

এ সময় দিলদার হোসেন সেলিম তার নিজের গাড়িতে হামলার বর্ণনা দেন।