তফসিলের পর বিএনপির ১০ হাজার নেতাকর্মী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীসহ অন্যরা / ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীসহ অন্যরা / ছবি: বার্তা২৪

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির ১০ হাজার ৩২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৮৪৪টি মিথ্যা ও গায়েবি মামলায় মোট ১০ হাজার ৩২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় ২ হজার ৮৯৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আহতের সংখ্যা ১৩ হাজার ২৫২ জন এবং নিহত নয়জন।’

এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।