গাইবান্ধা-৩: বিএনপির চূড়ান্ত প্রার্থী ডা. সাদিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধা-৩ আসনে বিএনপির নতুন প্রার্থী ডা. মইনুল হাসান সাদিক, ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৩ আসনে বিএনপির নতুন প্রার্থী ডা. মইনুল হাসান সাদিক, ছবি: সংগৃহীত

একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে পুনঃতফসিল ঘোষণার পরপরই বিএনপি তাদের মনোনীত প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছে।

এ আসনে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছে দলটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে গাইবান্ধার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, বরাবরে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর রাতে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি। গত ২৩ ডিসেম্বর (রোববার) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল মতিনের স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে পুনঃতফসিল ঘোষণা করেন।