নৌকার সভামঞ্চে আগুন: বিএনপির ৩ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নৌকার সভামঞ্চে অগ্নিকান্ড, ছবি: বার্তা২৪

নৌকার সভামঞ্চে অগ্নিকান্ড, ছবি: বার্তা২৪

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের নির্বাচনী সভামঞ্চে অগ্নিসংযোগের মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মেম্বার, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল্লাহ ও বালিপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, রোববার সকাল ও দুপুরে স্থানীয় চিকনা মোড়, বালিপাড়া ও কানিহারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার হরিরামপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। শনিবার (২২ ডিসেম্বর) রাতে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মেম্বারের নেতৃত্বে বিএনপির একটি মিছিল করে ওই মঞ্চে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পরে এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে নাশকতার অভিযোগে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।