খুলনায় আ'লীগ কার্যালয়ে হামলা, জামায়াতের আমীরসহ আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

আ'লীগের ওপর হামলা, ছবি: বার্তা২৪

আ'লীগের ওপর হামলা, ছবি: বার্তা২৪

খুলনায় আওয়ামী লীগের পৃথক দুটি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গাস্থ ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা ও দামোদর ইউনিয়ন কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ৭/৮জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/15/1544845115946.jpg

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বার্তা২৪.কম কে বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা বেজেরডাঙ্গাস্থ ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে, রাত সোয়া ৯টার দিকে গাড়াখোলাস্থ দামোদর ইউনিয়ন কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে। এতে আওয়ামী লীগের ৭-৮জন কর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় খুলনা উত্তর জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হবার সময় থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বেজেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাওলানা এমরান হোসাইন, জামায়াত কর্মী জারজিস হোসেন মোড়ল ও আলী আকবারকে গ্রেফতার করা হয়েছে।