চোখের পানিকে বারুদে পরিণত করেন: মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুম হওয়া পরিবারদের আয়োজিত এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্নাসহ অন্যরা / ছবি: বার্তা২৪.কম

গুম হওয়া পরিবারদের আয়োজিত এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্নাসহ অন্যরা / ছবি: বার্তা২৪.কম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের গুম হওয়া পরিবারের সদস্যদের বলেছেন, ‘আপনাদের চোখের পানিকে বারুদে পরিণত করেন। সামনে ভোটের মাধ্যমে লড়াই করে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘গুম হওয়ার ৫ বছর শেষ আর অপেক্ষা কতদিন?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গুম, খুন ক্রসফায়ার বন্ধের ঘোষণা ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাক' সভাটির আয়োজন করে। এসময় গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর কষ্ট ব্যক্ত করেন এবং সরকারের কাছে ফিরে পাওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বলেন, ‘রাক্ষস যেমন মানুষ খেয়ে ফেলে, সেভাবে এই সরকার এবং সরকারের দায়িত্বশীল লোকজন মানুষ খেয়ে ফেলছে। কোনো রকম বিচার পাওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘যতজন মানুষ গুম হয়েছে, তারা বেঁচে আছেন? নিশ্চই না। কারা কারা বেঁচে আছেন, কারা নেই এই কথা এরা (সরকার) বলবে না। যতদিন পর্যন্ত এরা ক্ষমতায় আছে ততোদিন পর্যন্ত আপনাদের (উপস্থিত আত্মীয় স্বজনরা) কোনো প্রশ্নের জবাব পাবেন না। অতএব এদের রাজনীতি বলেন, নিজের মুক্তি বলেন, নিজেদের স্বজন ফিরে পাওয়ার কথা বলেন, লড়াই একটাই, এদের কবল থেকে মুক্তি চাই। তারপর আমরা আমাদের স্বজনদের ফিরে পেতে চাই।’

সরকারকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘এদের (সরকার) কাছ থেকে (গুম হওয়াদের) ফিরে পাবেন না। উনারা কথাই শুনতে চাইবেন না। তাই চোখের সমস্ত পানিকে বারুদে পরিণত করেন, শপথ নেন, যেহেতু সামনে নির্বাচন পেয়েছি। এদেরকে নির্বাচনে ফেলে দেবো। সরকারে থাকতে দেবো না। কাজ একটাই এদের ক্ষমতা থেকে উৎখাত করতে চাই। ভোটের মাধ্যমে পরাজিত করতে চাই।’

সরকারকে ক্ষমতা থেকে না সরালে মানুষের মুক্তি মিলবে না উল্লেখ করে মান্না বলেন, ‘তদন্ত কমিটিকে তদন্ত করতে বলবেন, করবে না, ওরা বসে বসে ঘুমাবে। ওরা কারো কথা শোনার দরকার মনে করে না। সমস্ত কথার উপরে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে চলছে। সরকার কোনো মানুষের কথা শোনার তোয়াক্কাই করে না। এর জন্য একটাই পথ আছে, তোরা যা। ক্ষমতা থেকে তোদের চলে যেতে হবে, না হলে আমাদের মুক্তি নাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের নেতা খালেকুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটর সদস্য তাবিথ আওয়ালসহ গুম হওয়াদের পরিবারের সদস্যরা।