সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: সার্ক মানবাধিকার মহাসচিব
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবেদ আলী বলেছেন, 'এ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমাদের নির্বাচন প্রক্রিয়ারও পরিবর্তন হয়েছে। যে পরিবর্তন আমাদের দেশকে এগিয়ে নিতে সহায়ক, সে নিয়মকে, পরিবর্তনকে স্বাগত জানাই।'
তিনি বলেন, 'নির্বাচন কমিশন ছোট বড় ৬ হাজার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। তাদের নির্বাচন পরিচালনার দক্ষতা জনমনে আস্থা ও বিশ্বাসের জন্ম দিয়েছে।'
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কক্সবাজার জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি এড. ইকবালুর রশিদ সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মুহাম্মদ আজদ খান। কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ইউনুছ রানা চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সহ সভাপতি কায়ছারুল হক জুয়েল, গিয়াস উদ্দীন কোস্পানি, মোহাম্মদ আব্দুল হক, মহি উদ্দীন চৌধুরী, মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ, সাধারণ সম্পাদক মো.ইউনুছ রানা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ কামাল, নূরুল ইসলাম সেলিম,ওয়াসিম সিকদার, এ কে এম শাহজালাল, রিদুয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া, সহ সাংগঠিনক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, মিজানুল উল্লাহ, অর্থ সম্পাদক জহির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শিরুপন বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক ইফাত জিসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমানত উল্লাহ, আন্তর্জাতিক বিষয় সম্পাদক এড. আব্দু শুক্কুর, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজ রেজাভি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিয়া দত্ত। এছাড়াও নির্বাহী সদস্য মিজানুর রহমান, হেলাল উদ্দীন, জেসমিন ইসলাম, মোস্তাফা কামাল, অদিতি বড়ুয়া, মোহাম্মদ কায়ছারুল ইসলাম প্রমুখ।