ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতার রক্ষা করবে যুবদল: মঈন খান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনো ভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। তাদের এ অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদলের কর্মী-সমর্থকরা। লুটপাট-চুরির নয়, শৃঙ্খলা-সততা আর দেশ প্রেমিক রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এজন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হবার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে।

সোমবার (২৮ আক্টোবর) দুপুরে নরসিংদীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা, পৌর বিএনপির সভাপতি আ: ছাত্তার, সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, সদস্য সচিব বখতিয়ার হোসেন প্রমুখ।