গোপন বৈঠক থেকে গ্রেফতার ১৩, ৭ কক‌টেল বোমা উদ্ধার

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মে‌হেরপুর: ‌মুজিবনগর উপ‌জেলা জামায়া‌তের আমির খানজাহান আলী (৫২) সহ ১৩ নেতাকর্মী‌কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্প‌তিবার (১৩ সেপ্টেম্বর) ভো‌রে বা‌গোয়ান মো‌ড়ে এ অভিযান চালায় পু‌লিশ। এ সময় ৭টি কক‌টেল বোমা উদ্ধারসহ বি‌এন‌পি-জামায়া‌তের ১৩ নেতাকর্মী‌কে গ্রেফতার করা হ‌য়।

বিজ্ঞাপন

মু‌জিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হা‌সেম জানান, বা‌গোয়ান মো‌ড়ে গোপন বৈঠক করার সময় তা‌দের‌কে গ্রেফতার করা হ‌য়। তা‌দের বিরু‌দ্ধে বি‌শেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। দুপু‌রেই তা‌দের‌কে মে‌হেরপুর আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

‌এ প্রস‌ঙ্গে মে‌হেরপুর জেলা বিএন‌পির সভাপ‌তি মাসুদ অরুণ জানান, গ্রেফতারকৃতরা কেউ গোপন বৈঠক কর‌ছি‌লেন না। মিথ্যা মামলায় নেতাকর্মী‌দেরকে হয়রানি করা হ‌চ্ছে।