নৌকায় ভোট দিতে নাটোরবাসীকে কাদেরের আহ্বান

  • তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রেলযোগে নাটোর পৌঁছে পথসভায় এ আহ্বান জানান তিনি। পথসভাটি নাটোর রেলস্টেশনে আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে ভোট দেওয়ার মতো কোনো কারণ কী তারা দেখাতে পারবে? দেশে উন্নয়ন অগ্রগতির জন্য এমন কী করেছে যে কারণে বিএনপিকে মানুষ ভোট দেবে। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের জনপ্রিয়তা তিলে তিলে কমে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন আর অগ্রগতির দিকে আপনারা তাকান। আমি আপনাদের বলতে চাই, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে, থাকবে। আমি আশা করি নাটোরের জনগণ নৌকা মার্কায় ভোট দিতে ভুল করবে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন আমাদের নাকি ভোট কমেছে। আমাদের নয়, নেতিবাচক রাজনীতির কারণে আপনাদের ভোট কমেছে। আজকের এই নাটোরকে দেখেন। এখানে আসছি পথসভা করতে, কিন্তু তা হয়ে গেছে জনসভা।’

দলীয় মনোনয়ন প্রত্যাসীদের উদ্দেশে কাদের বলেন, ‘যার পক্ষে নাটোরের জনগণ আছে, যাকে নাটোরের জনগণ ভালোবাসে, যাকে পছন্দ করে, সেই ব্যক্তিই মনোনয়ন পাবে। ছয় মাস অন্তর অন্তর ৫টি করে রিপোর্ট জমা পড়েছে। জনমত যার পক্ষে, আমরা তাকেই মনোনয়ন দেব।’

বিএনপির আন্দোলনের হুমকির কথা তুলে ধরে কাদের বলেন, ‘১০ বছরে ১০ মিনিটের জন্যও রাস্তায় নামতে পারেনি। তারা ভেবেছিল খালেদা জিয়া জেলে যাওয়ার পর সাগরের উত্তাল নামবে, কিন্তু কী দেখলাম আমরা? বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ার আর আসে না, আসবেও না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ‘ঘরের মধ্যে ঘর বানানোর চেষ্টা করবেন.. 

সরকারের উন্নয়ন জানাতে উত্তরবঙ্গের পথে রেলযাত্রা শুরু..