শুনানিকে কেন্দ্র করে কারাগার এলাকায় কড়া নিরাপত্তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার।

কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) কারাগারের ভেতরের প্রসাশনিক ভবনের কক্ষ নম্বর ৭ এ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের পেসকার তাজুল ইসলাম বলেন, আদালতে আসামী পক্ষের ৫ জন আইনজীবী প্রবেশ করতে দেয়া হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/05/1536125407579.jpgআসামী পক্ষ, রাষ্ট্র পক্ষ ও দুদক মিলিয়ে মোট ১২ জন আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হবে। এছাড়া, প্রতিটা মিডিয়ার পক্ষ থেকে ১ জন করে ভেতরে প্রবেশ করতে দেয়া হতে পারে। তাদের সঙ্গে কোন ধরনের মোবাইল বা রেকর্ড করার মতো যন্ত্র নিতে দেয়া হবে না।

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা এখন বকশিবাজার আদালতে অবস্থান করছি। আমরা এখনও পর্যন্ত জানি যে, আলিয়া মাদ্রাসার বিশেষ জজ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে আমাদের অবহিত করলে আমরা ঐ আদালতে যাবো। এখনও পর্যন্ত আমাদের অবহিত করা হয়নি।