‘কিছুটা মানসিক চাপ অনুভব করছি’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

উপস্থাপনা থেকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া মাজহার।

প্রথম ছবি ‘আশিকী’।

তারপর কাজ করেছেন বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি বাংলা ছবিতে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/18/1534600555300.jpg

বাংলাদেশের আরিফিন শুভ, কলকাতার জিৎ, ওম আর অঙ্কুশ-এর বিপরীতে কাজ করা হয়ে গেছে এরইমধ্যে।

বিজ্ঞাপন

তবে এই প্রথম শাকিব খানের বিপরীতে কোনো ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হলেন নুসরাত ফারিয়া মাজহার।

উচ্ছ্বসিত ভীষণ তিনি।

বলছেন-

প্রথমবারের মতো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি। কিছুটা মানসিক চাপ অনুভব করছি। কারণ, তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারবো তো!

ছবির নাম ‘শাহেনশাহ’।

পরিচালক শামীম আহমেদ রনী।

তিনি মূলত ছোট পর্দার জন্য নির্মাণ করতেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/18/1534600717144.jpg

তার প্রথম ছবি ‘বসগিরি’।

শাকিবের বিপরীতে বুবলী ছিলেন বড়পর্দায়।

এটা বেশ বড় চমক ছিলো বাংলা ছবির দর্শকদের জন্য।

তারপরই গড়ে ওঠে শাকিব খান ও বুবলীর দারুণ জুটি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/18/1534600036597.jpg

নতুন ছবিতে নুসরাত ফারিয়া তো থাকছেনই, থাকছেন নতুন আরেকজন।

কে সেই নায়িকা?

জানার জন্য অন্তত ঈদ পেরোনোর অপেক্ষা করতে হবে।

কৌশলগত কারণে আপাতত নাম বলছেননা পরিচালক-প্রযোজক।

নির্মাতা শামীম আহমেদ রনী বলছেন-

সুপারস্টার শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিতে নুসরাত ফারিয়ার জমজমাট রসায়নের সঙ্গে থাকছে আরেকজন নায়িকা। কে হতে যাচ্ছে ঢালিউড শাহেনশাহ’র আরেক নায়িকা? আসছে চমক।

গুরুত্বপূর্ণঃ

  • শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘শাহেনশাহ’
  • পরিচালক শামীম আহমেদ রনী
  • শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ নুসরাত ফারিয়া
  • ছবিতে থাকবেন আরেকজন নায়িকা
  • তার নাম জানা যাবে ঈদের পর

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানালেন-

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট ছবির মহরত অনুষ্ঠিত হবে। তারপরেই ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে কিছু চমক থাকবে। সেটা মহরতে সময় সবাই জানতে পারবেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/18/1534600087970.jpg

‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হবে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে।

আরও পড়ুনঃ

ঈদ এক্সক্লুসিভ ‘নষ্ট আমি’

শিক্ষিকার সঙ্গে ফ্লার্ট করতেন সালমান!

স্বামী চিত্রনায়ক, স্ত্রী ব্যবসায়ী