ফুসফুসের সংক্রমণ, হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ফুসফুসের সংক্রমণের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। বুধবার ভোর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

বিজ্ঞাপন

চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সৌমিত্র চট্টপাধ্যায়ের ছেলে সৌগত চট্টোপাধ্যায় বলেন, ‘ভোরে বাবার শ্বাসকষ্ট হলে দ্রুত পরিচিত পারিবারিক ডাক্তারকে খবর দেওয়া হয়। তার পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। বর্তমানে বাবা আইসিইউ-তে ভর্তি রয়েছেন। বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’