হুমায়ূন আহমেদ স্মরণে ‘কৃষ্ণপক্ষ’

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘কৃষ্ণপক্ষ’ ছবির পোস্টার

‘কৃষ্ণপক্ষ’ ছবির পোস্টার

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস ১৯ জুলাই। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় থাকছে মেহের আফরোজ শাওনের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’।

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের কাহিনী অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

বিজ্ঞাপন

‘কৃষ্ণপক্ষ’তে অভিনয় করেছেন রিয়াজ, মাহি, ফেরদৌস আহমেদ, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, মাসুদ আখন্দ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

শুধু ‌‘কৃষ্ণপক্ষ’ নয়, বিশেষ এ দিনটিকে ঘিরে চ্যানেল আইয়ের পুরো অনুষ্ঠানমালায়ই থাকবে হুমায়ূন আহমেদ স্মরণে।

সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের বিভিন্ন গান পরিবেশন করা হবে। সকাল পৌনে ১০টায় প্রচার হবে বিশেষ তৃতীয় মাত্রা। দুপুর ১২.৩৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে বিশেষ ব্যক্তিদের অংশগ্রহণে তারকাকথনের বিশেষ পর্ব।