ঈদ ইত্যাদির মঞ্চে নন্দিত তিন শিল্পী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এন্ড্রু কিশোর, হানিফ সংকেত, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল

এন্ড্রু কিশোর, হানিফ সংকেত, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল

প্রতি বছরই ইত্যাদির ঈদ আয়োজনে নানা চমকের মধ্যে শেষ চমক হিসেবে দেখা যায় একটি দেশাত্মবোধক গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

এরইমধ্যে তৈরি হয়ে গেলো নতুন গান, শেষ শুটিং পর্বও। অপেক্ষা শুধু সম্প্রচারের।

এবারের ঈদ ইত্যাদির দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তিন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/27/1558939155413.jpgবাংলাদেশের আকাশে যেই উঠলো ফুটে চাঁদের হাসি/ বললো আকাশ, এ দেশটাকে ভালোবাসি ভালোবাসি...এমন কথার গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটির ভিডিও চিত্রায়ণে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন রাজধানীর নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ঈদ ইত্যাদিতে তারার মেলা

সবকিছু মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্ন আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা। এমনটাই জানালেন, ইত্যাদির মূল কর্তা হানিফ সংকেত।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/27/1558939176153.jpgঅনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ইত্যাদি।