ভারত থেকেও সম্প্রচার হবে বিটিভি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে ভারত থেকে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি। এজন্য এখন চলছে বিটিভির কারগরি বিভাগের কাজ।

এনিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেই পোস্টে সরকারি লোগোসহ সবুজ পাতায় বড় হরফে লেখা রয়েছে, ‘বর্তমান সরকারের তথ্যমন্ত্রণালয়ে দৃষ্টান্তমূলক সাফল্য, আগামী জুন মাস থেকে প্রথমবারের মত ভারতে সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন।’

বিজ্ঞাপন

বিষয়টি সম্পর্কে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, হবে সেটা ঠিক আছে, কিন্তু কবে থেকে হবে সেটা বলা মুশকিল। এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে। আর মন্ত্রী হচ্ছেন আমাদের সবার ওপরে। মন্ত্রী যদি বলে থাকেন, তাহলে তো হবেই।