কলম্বোতে বাংলাদেশের ৬ চলচ্চিত্র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলংকার রাজধানী কলম্বোতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৯’। বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এ উৎসব। চলবে ৩১ মার্চ পর্যন্ত।

তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের বহুল আলোচিত ছয়টি চলচ্চিত্র।

বিজ্ঞাপন

চলচ্চিত্রগুলোর মধ্যে নির্মাতা নূর ইমরানের নির্মিত‘কমলা রকেট’। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয়রাজ, সামিয়া। গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত ছবি‘স্বপ্নজাল’। এতে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান। কামরুল হাসান লেলিনের নির্মিত ‘ঘ্রাণ’ সিনেমায় অভিনয়ে ছিলেন তৌকীর আহমেদ, সাবেরী আলম, ফজলুর রহমান বাবু।

বিজন আহমেদের ‘মাটির প্রজার দেশে’ ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিন্ময়ী গুপ্ত। অনম বিশ্বাসের ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া ও ইরেশ যাকের। এছাড়া দেখানো হবে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরশন হলে।