জাহিদ হাসান একজন ভদ্রলোক

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জাহিদ হাসান ও নাবিলা

জাহিদ হাসান ও নাবিলা

সামনে ঈদ আর এই ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ নাটক ‘আমি একজন ভদ্রলোক’-এ দেখা যাবে অভিনেতা জাহিদ হাসানকে।

গল্পে জাহিদ হাসানের নাম থাকে ফারাবি। ফারাবি একজন ভদ্রলোক। বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে করছেন না। বিয়ের কথা শুনলেই ভয় পান, লজ্জাও পান। এদিকে মা কোনভাবেই তার বিয়ে দিতে পারছেন না। মেয়ের বাড়িতে কথাও দিয়ে দিয়েছেন। অনেক কষ্টে রাজি করিয়ে ফারাবিকে নিয়ে যাওয়া হয় মেয়ের বাড়িতে। কিন্তু সেখানে কি আর ভীতু ফারাবি থাকে, সুযোগ বুঝে মেয়ের বাড়ি থেকে উধাও হয়ে যায়। এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে কমেডি নাটক ‘আমি একজন ভদ্রলোক’ ।

বিজ্ঞাপন

হানিফ পালোয়ানের রচনা ও পরিচালনায় এই নাটকটিতে জাহিদ হাসানের বিপরীতে দেখা যাবে নাবিলাকে। এছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন সাবেরি আলম, সৈয়দ হাসান ইমাম, নূরে আলম নয়ন, সোহানি ইসরাত, জাফর আলী, জিয়া উদ্দিন জিয়া, ফরহাদ হোসেইন, ডেইজি, ইসরাত জাহান অতিথি, ওশমি প্রমুখ।