জেলেদের সুখ-দুঃখ নিয়ে ‘জলপুত্র’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘জলপুত্র’ নাটকের দৃশ্য

‘জলপুত্র’ নাটকের দৃশ্য

জল ও স্থলে প্রতিনিয়ত বিরূপ পরিবেশে সংগ্রাম করে টিকে থাকতে হয় জেলেদের। তাদের বলা হয় জলপুত্র। তারা প্রান্তিক সমাজের বাসিন্দা। হরিশংকর জলদাসের ‘জলপুত্র’ উপন্যাসে রয়েছে জেলে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান, প্রেম-ভালোবাসার কথা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/10/1552223281824.jpg

জনপ্রিয় এই সাহিত্য নিয়ে তৈরি হলো ধারাবাহিক। এর নামও ‘জলপুত্র’। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া খানম, মুনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/10/1552223302471.jpg

বিজ্ঞাপন

ধারাবাহিকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মহি মুহাম্মদ। দীপ্ত টিভিতে রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে নতুন ধারাবাহিকটির প্রচার হবে।