হাসপাতালে ভর্তি চয়নিকা চৌধুরী

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

চয়নিকা চৌধুরী

চয়নিকা চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতাদের মধ্যে একজন চয়নিকা চৌধুরী। তার নির্মিত নাটকগুলো সবসময়ই জনপ্রিয়তা পেয়ে থাকে দর্শক-শ্রোতাদের কাছে। কিন্তু এই নির্মাতা অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন- মঙ্গলবার (৫ মার্চ) শুটিংয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়েন চয়নিকা চৌধুরী। হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়ার কারণে এমন হয়েছে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘নীল রঙা মন’ শিরোনামের একটি নাটকের শুটিং শুরু হয়েছে আর সেই নাটকের শুটিংয়ের জন্য উত্তরার আপন ঘর ১ শুটিং স্পটে যাচ্ছিলেন তিনি।