সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সুবর্ণা মুস্তাফা

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় সংসদ ভবনে সুবর্ণা মুস্তাফা, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে সুবর্ণা মুস্তাফা, ছবি: সংগৃহীত

বাবার মৃত্যু দিবসেই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন

একদিকে বাবার মৃত্যুবার্ষিকী অন্যদিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ, আবার একই দিনে একুশে পদক গ্রহণের বিষয়টিতে সুখ ও দুঃখ সবই রয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে তিনি বলেন, 'সংরক্ষিত আসনে নারীদের প্রতিনিধিত্ব করতে আসা খুব সহজ বিষয় নয়। এটা আমার জন্য একেবারেই নতুন অঙ্গন। কারণ আমি ছাড়া সবাই এখানে রাজনীতিতে আগে থেকেই যুক্ত ছিলেন'।

সুবর্ণা মুস্তাফা বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একুশে পদক গ্রহণ করবেন। এবার কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন একুশে পদক পাচ্ছেন।