সজল-সারিকার ‘তুই কে আমার’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভালোবাসার দাগ কখনও মুছে যায় না। দীর্ঘদিন পর পুরনো সম্পর্কের মুখোমুখি হলে মানুষ স্থবির হয়ে পড়ে এটাই স্বাভাবিক। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘তুই কে আমার’।

শরিফুল ইসলাম শামীমের রচনা ও পরিচালনায় এই নাটকে সাবা চরিত্রে অভিনয় করেছেন সারিকা। আর আবির চরিত্রে সজল।

বিজ্ঞাপন

নাটকের গল্পটা এরকম, বৃদ্ধ বয়সে সাবা ও আবিরের হঠাৎ দেখা হয়ে যায়। আর সামনে চলে আসে তাদের অতীতের সমস্ত স্মৃতিবিজরিত দিনগুলো। হারিয়ে যায় অতীতে। অতীতকে ভেবে কেউ কোনো কথা বলতে পারে না। অবাক চোখে তাকিয়ে থাকে দুজন দুজনার দিকে। তারা ছিল বিশ্ববিদ্যালয়ের বন্ধু। শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তারা। তাদের মাঝে ছিল এক ভালোবাসার বন্ধন। একটা সময় সাবা আবিরকে বিয়ে করতে চায় কিন্তু আবির ছিল একটু খামখেয়ালি।

আবির রাজি হয় না সাবা তাকে অনেক ভাবে বোঝাতে চেষ্টা করে শেষ পর্যন্ত কোনো কাজ হয় না। সেই থেকে বন্ধ হয়ে যায় তাদের কথা। সেই রাগের কারণে এত বছর পর মুখোমুখি হয়েও কেউ কোনো কথা বলে না।

নাটকটি নিয়ে সজল বলেন, ‘আমরা অনেকেই আসলে অতীতে থাকি না কখনও, মাঝে মাঝে হাঁটি অতীতের রাস্তায়। হঠাৎ চলতে চলতে অতীতের পথ ধরে রওনা হলে শুরু হয় নানাবিধ ঘটনা-অঘটনা। তারই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই নাটকটি।

`তুই কে আমার’ নাটকটিতে সজল-সারিকা ছাড়াও অভিনয় করেছেন সুমন, রিপন ও পাপড়ি প্রমুখ।